পিরোজপুরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে এক প্রবাসী ও তার স্ত্রীর সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে সিদ্দিক হাওলাদার নামের এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার কলাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জমি দখলের এ ঘটনা ঘটে। বিষয়টি সদর উপজেলার কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীদের অবহিত করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
প্রবাসীর মেঝ ভাই তোবারেক কাজী জানান, গত ১ মাস পূর্বে স্কটল্যান্ড প্রবাসী সেজ ভাই কাজী বাহাদুর ও তার স্ত্রী নুসরাত জাহানের নামে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৪৩ শতক ডোবাসহ পতিত জমি ক্রয় করেন। গত ১ সপ্তাহ আগে ওই এলাকার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক হাওলাদার ওই জমি তার দাবি করে কলাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের একটি সাইনবোর্ড টাঙিয়ে ওই জমি দখলে নেন। এ সময় জমি দখলে বাধা দিলে তাদের নানানভাবে হুমকি ধামকি দেন ওই ওয়ার্ড বিএনপি নেতা।
এ বিষয়ে ভুক্তভোগী কাজী বাহাদুর আমার দেশকে বলেন, তিনি ও তার স্ত্রী নুসরাত জাহান দীর্ঘ ২৬ বছর ধরে প্রবাস জীবন যাপন করছেন। গত ১ মাস পূর্ব জনৈক মাহমুদা বেগমের কাছ থেকে ৪৩ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরে তার স্বজনরা জমি দাতার কাছ থেকে জমি বুঝে নিয়ে নিজেদের দখলে নেন। কিন্তু সম্প্রতি বিএনপি নেতা সিদ্দিক হাওলাদার ওই জমি তার দাবি করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে তার ক্রয় করা জমি পুরোটাই দখল করে নেন। বিষয়টি তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন সরদার ও সাধারণ সম্পাদক এনাম মৃধাকে অবহিত করেন। তারা ওই বিএনপি নেতাকে জমি দখল করতে নিষেধ করলেও তা শুনছেন না বলে তারা আমাকে জানিয়েছেন। বিষয়টি পিরোজপুর সদর থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। তবে থানা পুলিশেও এ বিষয়ে নির্বাক বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক হাওলাদার আমার দেশকে বলেন, এটা তার সম্পত্তি। শুনেছি কেই নাকি আমার এ জমি কিনেছে। তবে বিএনপির সাইনবোর্ড টাঙিয়ে জমি কেন দখল করেছেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনাম মৃধা আমার দেশকে বলেন, বিএনপির সাইনবোর্ড টাঙিয়ে এক ব্যক্তির জমি দখলের অভিযোগ তিনি পেয়েছেন। তিনি বলেন ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক হাওলাদার একজন ভুমিদস্যূ। ওই এলাকার বিভিন্ন ব্যক্তির জমি দখল করে ভোগ দখল করছেন। ইতিপূর্বে তাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। তিনি বলেন, দলের সাইনবোর্ড টাঙিয়ে কেউ জায়গা দখল করবে তা দল মেনে নেবে না।