ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রতীকগুলো জনসাধারণের কাছে তেমন গুরুত্বপূর্ণ না হলেও, তাদের দলীয় প্রতীক ‘হাতপাখা’ ধনী-গরিব নির্বিশেষে সবার কাছে পরিচিত এবং জনপ্রিয়।
রবিবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ দফা দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যান্য প্রধান রাজনৈতিক দলের প্রতীককে লক্ষ্য করে মুফতি ফয়জুল করীম বলেন, “নৌকা-ধান, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে।”
তিনি দাবি করেন, যারা নৌকা নিয়ে ভোটে যায়, তারা নৌকা চালাতে পারে না; যারা ধান নিয়ে ভোটে যায়, তারা ধান কাটতে জানে না; এবং যারা লাঙল নিয়ে ভোটে যায়, তারা লাঙল চালাতে জানে না।
ফয়জুল করীম হাতপাখার গুরুত্ব তুলে ধরে বলেন, “এ দেশে এমন একটি প্রতীক আছে, যা ধনী-গরিব, হিন্দু-মুসলমান সবাই এর ব্যবহার জানে। আর সেটা হলো হাতপাখা। কারণ, কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা দাবি করেন, হাতপাখার বিজয় মানে ইসলামের বিজয়, এদেশের সব শ্রেণির মানুষের বিজয় এবং শান্তির বিজয়। তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সব মার্কা দেখা শেষ, এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার।”
ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।