Image description
 

রাজধানীর উত্তরবাডা এলাকার ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার একটি গোডাউন থেকে সোমবার দুজন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিদের মধ্যে একজন সাইফুল, যিনি মাদ্রাসার দারোয়ান হিসেবে কাজ করতেন, এবং অন্যজন শাকিলা, বয়স আনুমানিক ১৭-১৮ বছর, যিনি মাদ্রাসায় গৃহস্থালী কাজে নিযুক্ত ছিলেন।

 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, এই দুইজন গত ২৫ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। শাকিলার মা বাড্ডা থানায় জিডি করলেও মাদ্রাসার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, দুজনের মধ্যে প্রণয় সম্পর্ক থাকতে পারে এবং তারা একসাথে কোথাও চলে গেছে।

কয়েকদিন ধরে গোডাউনের ভিতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরবর্তীতে দুর্গন্ধ বেড়ে গেলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো পুরনো অবস্থায় ছিল, যা দেখে খালি চোখে আঘাতের কোনো চিহ্ন থাকা বা না থাকা নির্ধারণ করা সম্ভব নয়। ঘটনার বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

 

 

এ বিষয়টি নিয়ে স্থানীয়রা এবং মাদ্রাসার আশপাশের মানুষ তীব্র শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ বলেছে, তদন্তের অগ্রগতি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।