এখন দেশে গণভোটের পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
শনিবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক হাজী আবদুর রশিদ চেয়ারম্যান বাড়িতে তিনি এ মন্তব্য করেন। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাহানিয়াজ মোরশেদ তোহার আয়োজিত মেজবানে যোগ দেন তিনি। মেজবান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা জামায়াতে ইসলামীসহ অন্য দলের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি। জামায়াতে ইসলামী অতীতে যেভাবে অন্য দলকে চাপ প্রয়োগ করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল—এবার দেশের মানুষ সেটি মেনে নেবে না।
তিনি বলেন, জামায়াত ১৬০টি বিষয়ের ওপর দাবি তুলে গণভোটের কথা বলছে, কিন্তু সেই বিষয়গুলো এখনো জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। এ বিষয়গুলো আগে রাজনৈতিকভাবে নিষ্পত্তি হলে দেশের মানুষের জন্য মঙ্গল হবে।
একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে হুম্মাম কাদের বলেন, যারা এখনো নির্বাচনের প্রস্তুতি নেয়নি, তারা জানে, এখন নির্বাচন হলে ১০ থেকে ২০টির বেশি আসন পাবে না। তাই তারা নির্বাচন বিলম্বিত করে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে এ নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি।
তিনি বলেন, যারা ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি’ লিখছেন, আমি তাদের সতর্ক করছি- গ্রিন নয়, লাল সিগন্যাল পেলে তখন মুখে যে কালিটা পড়বে, তা আগে থেকেই বুঝে নেওয়া উচিত।