Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা ভবনের শ্যাডো পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার প্রতিবাদে ‘চুদলিংপং লীগ’ দাবি করে ব্যানার টাঙিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টায় একই জায়গায় এ ব্যানার টাঙিয়েছে শিক্ষার্থীরা। 

ব্যানারে তারা পলাতক সন্ত্রাসীদের ‘চুদলিংপং লীগ’ দাবি করে। নিষিদ্ধ ছাত্রলীগকে কান্নাকাটি থামানোর আদেশ দেয় এবং শেখ হাসিনার গুহ্যদ্বারে মাথা গুঁজে রাখার আহ্বান জানায়।

এ সময় ঢাবি শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ জিহাদ বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বক্তব্য তারা যেভাবে রেখেছে , আমরা সেভাবে তার প্রতি উত্তর দিয়েছি। ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী সংগঠন তাদের গুপ্ত কার্যক্রম পরিচালিত করবে আর আমরা মেনে নেবো তা কখনো হয় না। এইটা তাদের প্রতি আমাদের একটি সতর্ক বার্তা। তারা যদি তাও এরকম কার্যক্রম পরিচালনা করে তবে সাধারণ শিক্ষার্থীরাই তাদের কঠোরভাবে দমন করবে।