মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিলের বিষয়টি সম্পর্কে কিছুই জানে না স্থানীয় পুলিশ প্রশাসন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল হয়। পরে ওই মিছিলের এক মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম জনি ও যুগ্ম আহ্বায়ক সাইমুন হাসান স্বাধীন মিছিলের নেতৃত্ব দেন। এতে প্রায় ১৩ জন নেতাকর্মী অংশ নেন।
এ বিষয়ে শিবালয় থানার ওসি কামাল হোসেন বিকাল পৌনে ৫টার দিকে বলেন, আমি বিষয়টি জানি না, আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। যদি নিষিদ্ধ সংগঠন এমন মিছিল করে থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ডিএসবি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানে না।
জেলা পুলিশ সুপার (এসপি) মোসাম্মৎ ইয়াসমিন খাতুনও এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান।