Image description

৫ দাবিতে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত রাজনৈতিক দলগুলো এই কর্মসূচির ঘোষণা দেয়।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দাবি আদায়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেয়া হবে। এছাড়াও আগামী সোমবার (৩ নভেম্বর) দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বলেন, গণভোট ব্যতীত জুলাই জাতীয় সনদ আইনগত টেকসই ভিত্তি পাবে না। গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছেন। আমরা মনে করি, জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বর মাসের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে।

ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তারা বলেন, আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি-সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণি-পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা লক্ষ্য করছি- গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়েছে। এ দাবি কোনো অবস্থাতেই গ্রহণ করার সুযোগ নেই। তাই আমরা আন্দোলনরত দলসমূহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠান ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবির ভিত্তিতে আন্দোলন করে আসছি। তাই আন্দোলনকে আরও বেগবান করতে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা’র প্রধান সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’র মহাসচিব নিজামুল হক নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ