জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, বিএনপি ইসলামী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্ব থেকে সরিয়ে রাখার বিষয়ে যেসব কথা বলেছে, তা জামায়াতে ইসলামের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। তিনি বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য প্রকাশ করা ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এইচএম হামিদুর রহমান, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন, প্রচার সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ইসলাম এবং উত্তরের আমির সেলিম।
মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, “আমরা ইতোমধ্যে এ বিষয়ে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছি, যা হয়তো মিডিয়ায় দেখেছেন। যেসব আর্থিক বা বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সেগুলোর সঙ্গে জামায়াতের কোনো মালিকানা বা প্রত্যক্ষ সম্পর্ক নেই। দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দায়িত্ব পালন করেন। তাহলে কি সেই সব ব্যাংকের তালিকাও নির্বাচন কমিশন প্রকাশ করবে?”
জামায়াতের এই নেতা আরও বলেন, “গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক ধারা আমরা দুঃখজনকভাবে দেখছি। এটি পরিহার করা উচিত। চাইলে আমরাও অনেক বিএনপি নেতার মালিকানাধীন ব্যাংক, ব্যবসা, হাসপাতালের তালিকা তুলে দিয়ে পাল্টা বিবৃতি দিতে পারতাম। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতেই আমরা তা করিনি। বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে—এভাবে বিতর্ক সৃষ্টি ও অপপ্রচার করা কাম্য নয়।”