ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এদিন বৈঠকে কোনো নেতাকর্মী বা অনুসারী সঙ্গে আনা যাবে না। শুধু মনোনয়নপ্রত্যাশীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।