Image description

অল্প কিছু বিপদগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ রবিবার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু ও জোবায়েদ হোসেন নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।


সভাপতি রাকিব বলেন, স্বল্প সময়ে ছাত্রদলের পদধারী তিন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পারভেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোবায়েদকে হত্যা করা হয়েছে। এই তিনজনই তার সহপাঠীদের কাছে ভালো চরিত্রের অধিকারী ছিলেন। কোনো অন্যায়ের দৃষ্টান্ত তাদের নেই। ছাত্রদলের নেতাকর্মীদের এমন মৃত্যুতে আমরা শোকাহত। 

 

রাকিব আরো বলেন, সাম্য, পারভেজ এবং জোবায়েদ এই তিনজনই নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন। আমরা বলিনা আমাদের শতভাগ কর্মী সাম্য, জোবায়েদের মতো। আমাদের কিছু বিপদগামী আছে, সেটা শিকার করেই আমরা রাজনীতি করি। এই তিনজনের মতোই অল্প কিছু বিপদগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। যারা সৎ ভাবে জীবন যাপন করেন, বাংলাদেশকে ধারণ করেন এবং দেশ নেতা তারেক রহমানের আদর্শকে ধারণ করেন। 

 

সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ শহীদ হয়েছেন কিন্তু জুলাই পরবর্তী সময়েও ছাত্রদলের নেতাকর্মী প্রাণ দিতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র  জোবায়েদকেও একই কায়দায় হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার পর প্রশাসন গড়িমসি করেছিলো খুনীদের গ্রেফতার করতে। সাম্য হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজনীতি হয়েছে, যে পরিমাণ প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে হওয়ার কথা ছিলো তা আমরা দেখিনি।

নাসির আরো বলেন, জোবায়েদ হোসেন হত্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অসাধারণ ভূৃমিকা রেখেছে,এখনো রেখে যাচ্ছে।   হাসিবের মৃত্যুর পর এবং জোবায়েদ হত্যার পর বিশ্ববিদ্যালয় থেকে যে ভূমিকা রেখেছে তার জন্য ছাত্রদল থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।


আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক সাবরিনা শারমীন, রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ্ উদদীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান এবং সাবেক নেতাকর্মীরা।