Image description

রাজধানীর পূর্বাচলে দৌঁড় প্রতিযোগিতা আয়োজনের নামে রেজিস্ট্রেশনকারীদের কাছ থেকে আদায়কৃত ২২ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ‘উড়াও বাংলাদেশ’ নামক এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

জানা যায়, নামসর্বস্ব প্রতিষ্ঠানের আড়ালে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ওই দৌড় প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দিয়ে প্রায় দুই হাজার অংশগ্রহণকারীর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি’র নামে ২২ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে।

গত শুক্রবার (২৪ অক্টোবর) পূর্বাচলের তিনশ ফিট এলাকায় ‘রান ফর নেশন ২০২৫’ নামে দৌঁড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত তারিখের চার দিন আগেই ওয়েবসাইট, ফেসবুক পেজসহ সামাজিক মাধ্যমে পরিচালিত নিজেদের সব ধরনের অ্যাকাউন্ট ডিজেবল করে দেয় ‘উড়াও বাংলাদেশ’ নামক ওই প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় পরদিন রাজধানীর খিলক্ষেত থানায় আইনানুগ ব্যবস্থা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবুল হাসনাত কবির নামের এক ভুক্তভোগী। জিডিতে এ এম আইউব, মো. মনিরুল ইসলাম, মো. নুরুল আমিন মজুমদার, রানা মজুমদার, মো. মোশারফ হোসেন, মো. ইব্রাহিম খলিলসহ একাধিক ভুক্তভোগীর নাম রয়েছে।

জানা যায়, মেডেল, টি-শার্ট, রিফ্রেশমেন্ট, সার্টিফিকেট ও প্রাইজমানির ঘোষণা দিয়ে ওয়েবসাইট ও ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন স্থানের ফিটনেসপ্রেমী ও দৌড় প্রতিযোগীদের আকৃষ্ট করে ‘উড়াও বাংলাদেশ’ আড়ালে থাকা প্রতারক চক্রের সদস্যরা। এ সময় বিকাশ ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রেজিস্ট্রেশনের নাম করে ইভেন্টে অংশগ্রহণেচ্ছুক প্রায় দুই হাজার জনের কাছ থেকে এক হাজার টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত আদায় করা হয়।

এ এম আইয়ুব নামের এক ভুক্তভোগীর অভিযোগ, আমরা একসাথে রানিং ইভেন্টে অংশগ্রহণ করি। সবাই মিলে রেজিস্ট্রেশন করেছিলাম। এখন দেখি পেজ নেই, ফোন বন্ধ, অফিসের ঠিকানাও ভুয়া। আমরা প্রতারিত হয়েছি।

আবুল হাসনাত কবির নামে আরেক ভুক্তভোগী প্রতিবেদককে জানান, ওরা খুব প্রফেশনালি কাজটা করেছে। রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেইল, ইভেন্ট আইডি সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল

জিডির বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন যুগান্তরকে বলেন, এটা তো সাইবার ক্রাইম। আমরা ডিবিতে পাঠিয়ে দিয়েছি সাইবার ক্রাইম টিম তদন্ত করবে।

সূত্র জানায়, ‘উড়াও বাংলাদেশ’ নামক প্রতিষ্ঠানটি এর আগেও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে একই কায়দায় ‘স্পোর্টস ইভেন্ট’ আয়োজনের নামে ক্রীড়াপ্রেমীদের অর্থ হাতিয়ে নিয়েছে।