Image description

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নুরুল হক নুরকে যত পেটানো হয়েছে আমাদের সবাইকে মিলিয়েও শারীরিকভাবে অত আঘাত করা হয়নি। নুরের সঙ্গে রিমান্ডে যেমন দেখা হয়েছে, নুরের সঙ্গে কারাগারে দেখা হয়েছে, নুরের সঙ্গে সবচেয়ে বেশি দেখা হয়েছে রাজপথে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আমার নিজের পক্ষ থেকে বলতে চাই, গণঅধিকার পরিষদের যে স্লোগান, যে লোগো গণঅধিকার জনগণের অধিকার আমাদের অঙ্গীকার চমৎকার, একটা স্লোগান। এটা সময় উপযোগী ও যুগোপযোগী।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে যদি বাংলাদেশকে আমরা মাথায় রাখি, নিজেদের মধ্যে ছোট ছোট মতবিরোধ, মতভিন্নতা এগুলো গণতন্ত্রের সৌন্দর্য, এই গণতন্ত্রের সৌন্দর্যকে বহাল রেখেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা সম্ভব। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব।


তিনি বলেন, নদীর স্রোতকে কাটা যায় না, বেড়া দেওয়া যায় না, স্রোতটাকে এক ধারায় প্রবাহিত করুন। আজ ভালো লাগছে, ফারুক-নুরসহ গণঅধিকার পরিষদের সবাইকে একই মঞ্চে থেকে আমি বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

শীর্ষনিউজ