চলমান বিসিএস পরীক্ষার স্বচ্ছতা ও সামগ্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আজ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ সকাল ১১টা আগারগাঁওয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এনসিপির প্রতিনিধি দলে থাকবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি পিএসসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চলমান বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি, মূল্যায়ন প্রক্রিয়া, স্বচ্ছতা ও সময় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করবে।
এনসিপির একজন মুখপাত্র বলেন, “বিসিএস শুধু একটি পরীক্ষা নয়—এটি দেশের প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের অন্যতম স্তম্ভ। আমরা চাই এই প্রক্রিয়া যেন আরও স্বচ্ছ, গতিশীল ও যোগ্যতাভিত্তিক হয়।
শীর্ষনিউজ