Image description
 

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর তার অসমাপ্ত কয়েকটি ছবিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা আশরাফুল হক ডন। সালমানের কণ্ঠ নকল করার দক্ষতার কারণেই নির্মাতারা তাকে এই দায়িত্ব দিয়েছিলেন। ডনের দেওয়া কণ্ঠে মুক্তি পায় সালমান অভিনীত কয়েকটি ছবি, যার মধ্যে রয়েছে ‘আনন্দ অশ্রু’ ও ‘সত্যের মৃত্যু নেই’।

 

সম্প্রতি বৈশাখী টেলিভিশনের এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এই বিষয়টি প্রকাশ্যে আনেন ডন। সালমান শাহর সঙ্গে নিজের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে। তেমনই সালমানেরও অনেক কিছুই আমার মধ্যে চলে আসে। আমি সালমানের ভয়সে নকল করে কথা বলতে পারতাম।’

ডাবিং করা বিষয়ে ডন বলেন, ‘শিবলী ভাই ‘আনন্দ অশ্রু’ ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন, কারোটাই মনমতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল না হলে চিকন গলা হয়ে যাচ্ছিল। কিংবা মিলছিলো না। তিন-চার দিন এমন করার পর রিজেক্ট করে দিলেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলী ভাইকে বললেন, ভাই আপনি ডন ভাইকে ট্রাই করতে পারেন। সালমানের ভয়েসের সঙ্গে অনেক মিল।’

নির্মাতার অনুরোধেই পরে ডাবিং করেন জানিয়ে ডন বলেন, ‘পরে আমি শিবলী ভাইয়ের অনুরোধে ডাবিং করি। যদিও আমি করতে চাইনি। পরে চিন্তা করলাম, করি, এটা করে দিই। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরোটাই করলাম। আমি শিবলী ভাইকে বললাম, আপনি এটা প্রচার করেন না যে ভয়েস আমি দিয়েছি। এই প্রথম মানুষ জানল।’