জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপি যে নাটক মঞ্চস্থ করলো তা কাম্য ছিল না। এটা জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত রাজনীতিতে স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক অবস্থার মধ্যে নিয়ে যাওয়া জরুরি। সেখানে পারষ্পরিক মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ থাকা উচিৎ।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, এখন আইন করা সম্ভব নয়, সবটাই অধ্যাদেশ। যেটি আগামী সংসদে পাস হতে হবে। ফলে সংবিধানকে এড়িয়ে কোন আদেশ দেয়া সমীচীন হবে না। তাতে নতুন সংকট তৈরি হবে।
জামায়াতের মজলিসে সূরা সদস্য কামাল আহমেদ বলেন, স্থানীয়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা-সংঘাত চলছে। এটি দূর করা উচিত। দলগুলোকে কেন্দ্রীয়ভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় আসন্ন নির্বচনের পরিবেশ নষ্ট হবে।