Image description

নভেম্বর মাসের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব মহানগরী ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। আট দলের এ কর্মসূচিতে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলগুলোর শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে তারা পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং তা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আজকের বিক্ষোভ ও সমাবেশ সফল করতে সাধারণ জনগণ এবং দলের নেতাকর্মীদের উদ্দেশে আলাদা বিবৃতি দিয়েছে প্রতিটি দল। বিবৃতিতে জনগণকে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ন্যায়বিচারের দাবিতে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা;
আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে অনুপাতে প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা;
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;
ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;
এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।

ঘোষণা অনুযায়ী, আজ দেশের সব বিভাগীয় শহরে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলগুলো। পরবর্তী ধাপে ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা রয়েছে জামায়াত ও সমমনা আট রাজনৈতিক দলের।