Image description

একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলা দলের যৌথসভায় এ মন্তব্য করেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হল আমাদের অঙ্গীকার।

এ্যানি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমস্ত সাপোর্ট দিতে আপনার এবং পরিবারের পাশে দাঁড়িয়ে আছে ও থাকবে।

পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আরোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ অন্যান্যরা।