
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক ও এর সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে না দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে।
সূত্র জানায়, বিএনপি ৩৬ দফা প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে পেশ করেছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠুতা বজায় রাখতে ভোটগ্রহণ কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বিতর্কিত বা দলীয় প্রভাবাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া যাবে না।
প্রস্তাবে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে— ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ট্রাস্টসহ অনুরূপ প্রতিষ্ঠান।
এতে আরও বলা হয়, সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল করে দলীয় বিবেচনায় নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জনশ্রুতি রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব পেশ করেন। এ বিষয়ে জানতে চাইলে ড. মঈন খান বলেন, “আমরা কোনো প্রস্তাব দিইনি।”
তবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া না হয়।” এ সময় তার হাতে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ—নির্বাচন কমিশনের সহিত সভার জন্য প্রস্তাবিত কার্যপত্র’ শিরোনামের একটি দলিল দেখা যায়।
শীর্ষনিউজ/