Image description
 

জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় 'সিনিয়র যুগ্ম আহবায়ক' নির্বাচিত হয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য তানহা শান্তা।

 

শ্রমিক-জনতার ঐক্য, সংগ্রাম, মর্যাদা, মুক্তি'র স্লোগান সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ হয়েছে ১৭ অক্টোবর, শুক্রবার। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম  আহবায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। গতকাল ২০ অক্টোবর শ্রমিক শক্তির ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।

এতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানহা শান্তা।

 

তানহা শান্তার জন্ম ময়মনসিংহ সদর উপজেলার আজমতপুর গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী এই কন্ঠস্বর দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সেবায় নিয়োজিত। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হয়ে সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছেন।