Image description

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সাংবাদিকের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে—এমন অভিযোগ করেছে বিএনপির মিডিয়া সেল।

রোববার (১৯ অক্টোবর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “ঘটনাটি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই তদন্ত ও দায়ীদের শাস্তির নিশ্চয়তা দিয়ে বিবৃতি দিয়েছেন। তারপরও ঘটনাটিকে বিকৃত করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।”

‘দৈনিক আমার দেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম রোববার বিকেলে গুলশান কার্যালয়ে গেলে তার সঙ্গে অপ্রীতিকর একটি ঘটনা ঘটে। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব অবহিত বলে জানানো হয়েছে।

পোস্টে বিএনপির পক্ষ থেকে জানানো হয়— “রাজনৈতিক দলের সঙ্গে সাংবাদিক ও সংবাদমাধ্যমের সম্পর্ক মতাদর্শের ঊর্ধ্বে। এই সম্পর্ক বিশ্বাস ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। বিএনপি সব সময় গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার পক্ষে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পর তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন,

“ঘটনার পূর্ণ তদন্ত করে আগামীকালের মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

মিডিয়া সেলের বিবৃতিতে আরও বলা হয়েছে, “চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকসহ সব মিডিয়া কর্মীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। এখন থেকে বৈধ পাশ ও পরিচয়পত্র ছাড়া কেউ কার্যালয়ে প্রবেশ করতে পারবে না।”

পোস্টে অনুরোধ জানানো হয়— “ঘটনাকে পুঁজি করে গুজব ও অপপ্রচার না চালানোর জন্য সকলকে অনুরোধ করছি। সত্য উদঘাটনে দল সর্বোচ্চ আন্তরিক।"

শীর্ষনিউজ