Image description

জামায়াতে ইসলামীর বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার কোনও রাজনৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেল-জুলুম খাটতে হবে না, তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে ফেসবুকে প্রচারের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন বিডিপির এ নেতা।

আনোয়ারুল ইসলাম নিজেকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিডিপি কর্তৃক মনোনীত এমপি প্রার্থী দাবি করে বলেন, ‘ইসলামী জোটের অংশ হিসেবে জামায়াতে ইসলামী আমাকে সমর্থন দিয়েছে। আমার নাম ও ছবি ব্যবহার করে আগামী নির্বাচনের আমার জনপ্রিয়তায় দিশাহারা হয়ে এ ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি বিডিপির চেয়ারম্যান হিসেবে আমার দলীয় বক্তব্য উপস্থাপন করতে পারি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিষয়ে বক্তব্য দেওয়ার আমার কোনও রাজনৈতিক অধিকার নেই। গত পাঁচ মাস যাবত নান্দাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ১০৫টি বাজার-হাট এবং ২০১টি গ্রামে ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ করেছি। আমার অনেক বক্তব্য রেকর্ড আছে।’ 

সেখানে সম্প্রীতি, ঐক্য, দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার মানুষের একসঙ্গে নিয়ে কাজ অঙ্গীকার ব্যক্ত করছেন জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ভার্চুয়াল মিডিয়াতে এ ধরনের বক্তব্য উপস্থাপন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, রাজনীতিতে জনবিচ্ছিন্নতা, হতাশাগ্রস্থতার পরিচয় বহন করে। যার নিন্দা জ্ঞাপন ও প্রত্যাখ্যান করছি। আশা করি, এহেন কাজের সাথে জড়িত গোষ্ঠী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি উপলব্ধি করে কাজ করবেন।’

উল্লেখ্য, আনোয়ারুল ইসলামের বক্তব্য দাবি করে সম্প্রতি ফটোকার্ড ও পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে লেখা রয়েছে, ‘আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, আপনাদের জেল-জুলুম খাটতে হবে না।’ 

জানা গেছে, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতি শুরু করেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অন্যতম হয়ে নেতৃত্বে ছিলেন। এরপর ২০০১ থেকে ২০১৫ পর্যন্ত সৌদি আরবের রিয়াদ মহানগরের বিএনপির সভাপতি ছিলেন। 

২০১৮ সালে দেশে এসে তিনি নতুন রাজনৈতিক ধারায় নিজের বলয় তৈরি করে আওয়ামী বিরোধিতে সক্রিয় থাকেন। ২০২২ সালের ১ মার্চ গঠন করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দলটির নিবন্ধন পাওয়ার পর চেয়ারম্যান নির্বাচিত হয়ে কর্মকাণ্ড শুরু করেন।