ট্যাগিং পলিটিক্সের সবচেয়ে বড় ভিক্টিম ছিল ছাত্রশিবির বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ট্যাগিং পলিটিক্সের সবচেয়ে বড় ভিক্টিম ছিল ছাত্রশিবির। সেই অভিজ্ঞতা পেরিয়ে একটাই চাওয়া, কোন নিরপরাধ ব্যক্তি কিংবা সংগঠন যেন নতুনরূপে ট্যাগিং পলিটিক্সের শিকার না হয়। কোন অপরাধী বা সন্ত্রাসবাদী কর্তৃক সাধারণ শিক্ষার্থীরা রক্তের বিনিময়ে অর্জিত এই ডেমোক্রেটিক পরিবেশ না হারায় সেটি খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, চব্বিশ ফ্যাসিবাদের কবর দিয়েছে। তাই, ক্যাম্পাসগুলোতে ডেমোক্রেটিক অ্যাপ্রোচ নিশ্চিত করা চব্বিশের অভ্যুত্থানের প্রতিটি সহযোগী শক্তির একান্ত দায়িত্ব। সন্ত্রাসবাদী বা জঙ্গিবাদী শক্তি বাম কিংবা ডান কোনোভাবেই, কোন রূপেই যাতে জেগে উঠতে না পারে, এইটার নিশ্চয়তা দেয়াও জুলাই অভ্যুত্থানের অন্যতম দাবি।
তিনি জানান, একই সাথে একটি অংশের অ্যাগ্রেসিভ কর্মপন্থা কিংবা বক্তব্যের কারণে পুরো কমিউনিটিকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো কোনোভাবেই কাম্য না।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু এক ফেসবুক স্ট্যাটাসে লাল সন্ত্রাসই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন। প্রতিক্রিয়ায় গতকাল রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে মেঘমল্লার বসুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়। আজ বিকেলে একটি সংবাদ সম্মেলনেও শিক্ষার্থীরা একই দাবি জানান। এমনকি তারা শাহবাগ থানায় মামলা করার ঘোষণাও দিয়েছেন।