Image description
 

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের লোকজন তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

 

সোমবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের নাটোর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

 

আওয়ামী লীগ কাজ না করে শুধু লুটপাট করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে পল্লী চিকিৎসকদের মূল্যায়ন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ৩১ দফার মধ্যে পল্লী চিকিৎসকদের কথাও উল্লেখ করেছেন।

 

শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংগঠনের জেলা সহ-সভাপতি ডা. এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. রহমত আলী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সংগঠনের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নাটোর জেলা সাধারণ সম্পাদক ডা. মো. কামাল হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে দুলু আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য খাতের কোনো উন্নয়ন করেনি। শুধুমাত্র নিজের পছন্দের লোকজনকে বসিয়ে লুটপাট করেছে, সিন্ডিকেট করে দলের লোকেরা বাড়ি-গাড়ি করেছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য খাতের উন্নয়ন করা হবে। সব ধরনের লুটপাট বন্ধ করে স্বাস্থ্য খাত রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।