Image description

বগুড়ায় বিয়ের এক দিন আগে হার্ট অ্যাটাকে মৌমিতা খাতুন (২০) নামে এক কনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে শিবগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। কনের মৃত্যুতে বিয়ে বাড়ি রূপ নিয়েছে বিষাদে। 

পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে বিয়ের কেনাকাটা করতে পরিবারের লোকজনের সঙ্গে বগুড়া শহরে যান মৌমিতা। কেনাকাটা শেষে ফেরার পথে রাত ৯টার দিকে হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।  

স্থানীয়রা জানান, বিয়ের সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। গায়ে হলুদের আয়োজন, অতিথিদের আগমন, আলোকসজ্জা আর উৎসবে মুখর ছিল পুরো বাড়ি। কিন্তু কনের মৃত্যুতে পুরো  গ্রাম স্তব্ধ হয়ে গেছে। এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।

বিষয়টি নিশ্চিত করে কিচক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, নিহত মৌমিতা বলরামপুর গ্রামের গাজিউর রহমানের মেয়ে। আগামী সোমবার ছিল তার বিয়ের নির্ধারিত তারিখ।