
ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুফতি আশরাফ আলী ফারুকী পদত্যাগ করেছেন। শনিবার (১১ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ফেসবুক আইডিতে মুফতি আশরাফ আলী ফারুকী লেখেন, ‘দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে বহু দক্ষ ও যোগ্য মানুষের ভিড়ে নিজের অযোগ্যতা ও অক্ষমতাকে মেনে নিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশের সব সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি দিলাম। তবে হকের ঝাণ্ডাবাহী এই সংগঠনের সর্বদা কল্যাণ কামনা করি।
পদত্যাগের বিষয়ে জানতে মুফতি আশরাফ আলী ফারুকীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. মমতাজুল করীম কালের কণ্ঠকে বলেন, ‘ফেসবুকে তার পোস্টটি দেখেছি, তবে লিখিতভাবে তিনি আমাদের কিছু জানাননি। সংগঠনের সঙ্গে তার কোনো বিরোধের ঘটনা ঘটেনি।