
ঢাকার আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন শিকদারের বাসা থেকে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার থানার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লায় রিপনের বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। যৌথবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার সদর থানার শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন বিশাল (২৬), লালমনিরহাট জেলার সদর থানার রইচ উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২৭) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আহসান হাবিবের ছেলে শিপন রহমান (২৭)। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জিয়া মঞ্চের বর্তমান নেতা রিপন শিকদার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার অধীনেই কাজ করতেন গ্রেপ্তার সন্ত্রাসীরা।
অভিযানের সময় তিনি ওই বাড়িতেই ছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি আগেই পালিয়ে যান। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বিএনপির প্রভাবশালী নেতারা।
পুলিশ জানায়, যৌথবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় ওই বাসা থেকে একটি বিদেশি অত্যাধুনিক শটগান, দেশীয় ধারাল ১৩টি চাপাতি ও চাইনিজ কুড়াল, চারটি ধারাল ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধের আলামত উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রধারী এই সন্ত্রাসী চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।