
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি, সেগুলোর সমাধান পরবর্তী নির্বাচনের পর হবে।
বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যতটুকু ঐকমত্য হবে, তার বাইরে যাওয়ার সুযোগ নাই। সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর যে বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান হবে।
বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন যে, বিএনপির দেওয়া অনেক বিষয় আছে যেখানে ঐকমত্য আসেনি, কিন্তু বিএনপি তা মেনে নিয়েছে। তাই সব দলেরও এই বাস্তবতা মেনে নেওয়া উচিত।
আসন্ন নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোন দল কী করছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে বিএনপি কবে প্রার্থী ঘোষণা করবে, তা সময় হলে জানানো হবে।
তিনি বলেন, "ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে দল। বিএনপি একটা বড় দল, এখানে একাধিক প্রার্থীর প্রত্যাশা থাকবেই। দল যাকে ভালো মনে করবে, তাকেই সবাই সমর্থন দেবে।"