Image description

দলীয় প্রতীক নিয়ে আলোচনার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক শুরু হয়।

এর আগে ইসি ভবনে আসে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও রয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে এনসিপি রয়েছে, দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে, কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে এনসিপি দললীয় প্রতীক হিসেবে বারবার শাপলা দাবি করে এলেও ইসি এখনও তাতে রাজি হয়নি। ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় সেটি বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়; ৭ অক্টোবরের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয়।

ইসির অনুরোধ নাকচ করে ৭ অক্টোবর ফের ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানায় দলটি। সেক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’র যে কোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করে চিঠি দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

এরমধ্যে এনসিপি প্রতিনিধি দল সিইসির সঙ্গে আরেক দফা বৈঠকে বসলেন।

 

প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।