Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশোধিত গঠনতন্ত্র ও আয়-ব্যয়ের ব্যাংক হিসাব নম্বর নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। বুধবার (৮ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি ইসির নির্বাচন সহায়তা শাখায় জমা দেন জামায়াতের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার।

ইসি সূত্রে জানা গেছে, ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে সর্বশেষ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে নিবন্ধন ফিরে পাওয়ার পর এ বছরের ৩১ জুলাই দলটি নতুন করে আয়-ব্যয়ের হিসাব দাখিল করলেও ব্যাংক হিসাব নম্বর দেয়নি। পরে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় ইসি সচিবালয়। সেই তাগাদার প্রেক্ষিতে বুধবার দলটি সংশোধিত গঠনতন্ত্র ও ব্যাংক হিসাব নম্বর উভয়ই জমা দেয়।

চিঠিতে জামায়াত জানায়, ২০১৩ সালে নিবন্ধন বাতিলের পর থেকে কোনো ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি দলটি। জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নিবন্ধন ফিরে পাওয়ার পর তারা ইসলামী ব্যাংকের মাধ্যমে হিসাব পরিচালনা শুরু করে। একই সঙ্গে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর দলটির গঠনতন্ত্রের ২২তম সংশোধনী যথাযথ প্রক্রিয়ায় কেন্দ্রীয় কাউন্সিলের অনুমোদন পায়। সর্বশেষ ২৫ জুলাই গঠনতন্ত্রের সংশোধিত কপি ইসিতে জমা দেওয়া হলেও কমিশনের তাগাদার পর পুনরায় হালনাগাদ কপি জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশোধিত গঠনতন্ত্র ও ব্যাংক হিসাব নম্বর কমিশনে জমা দিয়েছে। এখন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।