Image description

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

ড. শফিকুর রহমান বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কুরআনুল কারিমের সাথে যে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, তাকে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। দেশকে অস্থিতিশীল ও বিশৃঙ্খলার দিকে যারা ঠেলে দিতে চায়, এটি সেই পরিকল্পনার জঘন্য অংশ কিনা তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক এই কাজ করা হয়েছে — এটাই ধরে নিতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাও সন্তোষজনক নয়। এ ব্যাপারে যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো দুর্বৃত্ত আর এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণের দুঃসাহস না দেখায়।’

এ সময় জামায়াতের আমির সতর্ক করে বলেন, ‘দয়া করে কেউ এই দুষ্কৃতিকারীকে কৃত্রিমভাবে পাগল বানানোর চেষ্টা করবেন না। তার ফলাফল হিতে বিপরীত হতে পারে।’