Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও দুর্নীতি এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাঁদা দিতে না পারলেই মানুষ খুন হচ্ছে, সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। পরিবর্তনের জন্য জনগণ আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবারও লুটপাট, জুলুমবাজি, ধর্ষণ ও ব্যভিচার হয় তবে দেশের মানুষ তা মেনে নেবে না।

আজ বুধবার (১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। গরিব মানুষ হাসিমুখে বাঁচবে, কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না, চিকিৎসার অভাবে মারা যাবে না, আর দেশের টাকা বিদেশে পাচার হবে না। সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। এজন্য শুধু নেতৃত্ব নয়, বরং নীতির পরিবর্তন প্রয়োজন।’