
স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসন চিরতরে বন্ধের লক্ষ্যে এবং জাতীয় সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলা শাখার উদ্যোগে ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। জুলাই জাতীয় সনদে উল্লেখিত রূপরেখার ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে হতে হবে, যাতে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। পাশাপাশি ফ্যাসিবাদী হয়ে ওঠার সব রাস্তা বন্ধ হয়ে যায়।
জামায়াতের সেক্রেটারি আরও বলেন, এই দেশের প্রতিটি নাগরিক চায় একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে সব দল সমান সুযোগ পাবে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে। এর কোনো বিকল্প নেই। পাশাপাশি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের সব জুলুম-নির্যাতন, গুম-খুন, গণহত্যা, লুটপাট সহ সব ধরনের দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। সেই সঙ্গে স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ দাবিগুলো এখন দেশের জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই কালবিলম্ব না করে অতিদ্রুত জনগণের দাবি বাস্তবায়ন করতে হবে।
বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগরী সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল ও রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এ সময় রংপুর মহানগরী আমির ও রংপুর-৪ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর জেলা আমীর ও রংপুর-৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানী।
সমাবেশে বক্তারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশের ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে সরকারের কাছে জোর দাবি জানান এবং দাবি পূরণের এ আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে নগরীর শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।