Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনেই প্রথম প্যানেল হিসেবে মনোনয়নপত্র নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জোট প্যানেল ‘দ্রোহ পর্ষদ’।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়নপত্র নেয় তারা।

‘দ্রোহ পর্ষদ’ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋজুলক্ষ্মী অবরোধ। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে প্রার্থী হবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াজউদ্দিন ইমু। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে লড়বেন ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ জুনায়েদ কবির।

দ্রোহ পর্ষদের জিএস প্রার্থী ইয়াজউদ্দিন ইমু জানান, তাদের প্যানেলের নাম ‘দ্রোহ পর্ষদ’। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে এই জোট প্যানেল গঠন করা হয়েছে। প্যানেলের বাকিদের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের বাইরেও এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া কিংবা নিতে আসতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।

তফসিল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর মনোনয়ন জমা দিতে হবে, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।