Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নেওয়া ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

 

তিনি “প্লিজ, কেউ কাউকে ছেড়ে যেয়েন না” নিয়ে বলেন, এই অনুরোধসূচক বাক্য আন্দোলনের সেই সময়ের গুরুত্বকে তুলে ধরেছে। হামিম আরও বলেছেন, “বহু মানুষের রক্ত, অনেক পরিবারের অশ্রু ও আত্মত্যাগের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মুহূর্তকে নিয়ে কেউ ব্যঙ্গ করবেন না। এটা জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। মনে রাখবেন, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ!”

 

তিনি সমাজ ও শিক্ষার্থী সমাজকে সতর্ক করেছেন যে, আন্দোলনের চেতনাকে অবমূল্যায়ন করা ঠিক নয় এবং স্বার্থপর মন্তব্য থেকে বিরত থাকতে হবে।