
ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এই তরুণদের সামাজিক-রাজনৈতিক অবস্থান পরিবর্তিত হয়েছে। দেশের রাজনীতি আর আগের জায়গায় ফিরে যাবে না। তাই এখন সময় গিয়ার বদলানো, এই পরিবর্তনকে গ্রহণ করার এবং মন্দকে ভাল দিয়ে প্রতিহত করার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্জা গালিব ইসলামপন্থী ও ডানপন্থী তরুণদের প্রতি এ আহ্বান জানান।
পোস্টে মীর্জা গালিব উল্লেখ করেন, আগে এই তরুণরা ছিলেন হাসিনার শাসনামলে নিপীড়িত ও নির্যাতিত। কিন্তু জুলাইয়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশে তারা এখন তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে যোগ্য ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব হিসেবে বিবেচিত।
তিনি বলেন, হাসিনার জুলুমের সময় রিঅ্যাক্টিভ আচরণ করা স্বাভাবিক ছিল। ফেসবুকে গালি দেয়াটাই ছিল সাহসী বিদ্রোহ। কিন্তু এখন, যখন তরুণরা আপনাদের উপর ভরসা রাখছে, একই আচরণ করা কোনো ভালো কাজ হবে না। এখন সময় গিয়ার বদলানোর।'
মীর্জা গালিব তরুণদের পরামর্শ দিয়েছেন, অনলাইনে কটূক্তি বা সমালোচনার মুখোমুখি হলে উদারভাবে প্রতিক্রিয়া দিতে। তিনি বলেন, যে গালি দিচ্ছে, সে মাইনরিটির প্রতিনিধিত্ব করে, আর আপনি মেজরিটির। তাই গালি হজম করুন, ভদ্রভাবে উত্তর দিন এবং মানুষের কাছে দেখান যে আপনি যোগ্য নেতৃত্বের অধিকারী।'
তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনীতি আর আগের জায়গায় ফিরে যাবে না। তাই এখন সময় এই পরিবর্তনকে গ্রহণ করার এবং মন্দকে ভাল দিয়ে প্রতিহত করার।
অনলাইনে সক্রিয় ইসলামপন্থী ও ডানপন্থী যুবকদের মধ্যে এই আহ্বানকে নেতৃত্বের দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করা হচ্ছে।