Image description

হবিগঞ্জের মাধবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আপন মিয়ার গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রবাস থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে আপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রাজনগর গ্রামের মোহাম্মদ আমীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার পরপরই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবু জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওয়াসিম চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এরশাদ আলী—তিনজনই তাদের ভেরিফায়েড ফেসবুক থেকে প্রতিবাদমূলক ও আবেগঘন পোস্ট দেন।

মঙ্গলবার দুপুর থেকে বিকালের মধ্যে বিভিন্ন সময়ে তারা তাদের ফেসবুক আইডি থেকে এসব পোস্ট দেন, যা নিয়ে এলাকায় চলছে তোলপাড়। তারা আপন মিয়ার গ্রেপ্তারে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার মুক্তির দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব পোস্ট রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র বলছে, বর্তমানে ওই তিন নেতা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ায় অবস্থান করছেন। তারা নিজেরাও একাধিক জুলাই হত্যা মামলার আসামি।