Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে ফেসবুকে হুঁশিয়ারি দেওয়া জামায়াত নেতাকে ‘রাজাকারের বাচ্চা’ ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে খুনি নিজাম হাজারীর পরিকল্পনা বাস্তবায়নকারী বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
তিনি লিখেছেন, ‘রাজাকারের বাচ্চা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে খুনি নিজাম হাজারীর পরিকল্পনা বাস্তবায়নকারী। খুনি নিজাম হাজারীর সকল অপকর্মের সহযোগী খুনি মেজবাহকে অতিসত্বর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি’
স্ট্যাটাসের সঙ্গে তিনি কিছু ছবিও যুক্ত করেছেন।

এর আগে গণেশ চন্দ্র রায় সাহসকে ‘র’ আর ‘দিল্লির দালাল’ আখ্যা দিয়ে মেজবাহ ফেসবুকে লিখেন, ‘ঢাবি ছাত্রদলের সভাপতি এত বড় স্পর্ধা হয় কি করে ভিসি স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলে। বেয়াদবি কিন্তু ছুটায় দেবো। ‘র’ আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না। লাউড এন্ড ক্লিয়ার।’

প্রসঙ্গত, মেজবাহ উদ্দিন সাঈদ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশ শুরার সদস্য। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে।

শীর্ষনিউজ