Image description
 

ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন।

 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে দুই দফায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)।

 

জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় লোকজন দুজনকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন। এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে একই হাউজিংয়ের ১১ নম্বর সড়কে অনুরূপ একটি ঘটনা ঘটে। সেখানে গণপিটুনিতে আরও একজন নিহত ও একজন আহত হন।

 

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় ভোররাতের দিকে ছিনতাইকারীদের গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়েছে।