
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেছেন, রাজনৈতিক বিবেচনায় এখন আর কাউকে সহায়তা দেয়া হয় না। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতি অর্থবছরে চারবার সাংবাদিকদের কল্যাণে চেক বিতরণ করা হয়ে থাকে। চলতি অর্থ বছরে এটাই প্রথম। এবার সারাদেশে ৩১৯ জন সাংবাদিককে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ এবং অসহায় সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এম আব্দুল্লাহ। তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর কোনো মতাদর্শ বিবেচনায় কাউকে সহায়তা দেইনাই বরং সঠিক প্রাপ্যতা বিবেচনায়ই সহায়তা দেয়া হয়েছে। আমি অনুধাবন করি একজন সাংবাদিককে তার অসুস্থতা অনুযায়ী প্রদেয় টাকার পরিমাণ হয়তো যথেষ্ঠ নয় তবে আমরা সাধ্য অনুযায়ী সঠিক প্রাপ্যদের অনুদান দেবার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, আমি দায়িত্ব নেয়ার পর ৯২২ জন গরুতর অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত সাংবাদিককে সর্বোচ্চ সহায়তা দিয়েছি। আপনারা দোয়া করবেন, আগামী দিনেও সত্যিকারের প্রাপ্য আবেদনকারীদের দেয়া হবে।
এম আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের স্বাস্থ্যসেবার জন্যে সরকার হাসপাতাল করার চিন্তা করছে। প্রবীন সাংবাদিকদের জন্যে কিছু করার চিন্তা আমাদের আছে। সেটা চূড়ান্ত হলে তাদের মাসিক হারে সহায়তা দেয়া হবে। এছাড়া সাংবাদিকদের মেধাবী সন্তানদের পড়াশুনার জন্যে বৃত্তি প্রদান করা হবে। সেটা আগামী ডিসেম্বর থেকে চালু করার চেষ্টা চলছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাহ, সাধারণ সম্পাদক প্রমুখ।