Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চোখে সানগ্লাস, ঠোঁটে সিগারেট নিয়ে ভিন্ন আঙ্গিকে প্রচারণা চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আশিকুর রহমান। কিন্তু ভোটের বক্সে তা কোনো প্রভাব ফেলেনি। তিনি পেয়েছেন মাত্র ৫২৬ ভোট।

জিএস পদে সর্বাধিক ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

অন্যদিকে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

বুধবার (১০ সেপ্টেম্বর) সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ডাকসু নির্বাচন কমিশন। নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট।

প্রচারণার সময় ফেসবুক পোস্টারে আশিকুরকে সানগ্লাস পরে, হাতে লাইটার ও ঠোঁটে জ্বলন্ত সিগারেটসহ দেখা যায়। তার এই ব্যতিক্রমী প্রচারণার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ভোটের মাঠে শেষ পর্যন্ত ফলাফল ভিন্ন চিত্রই ফুটিয়ে তুলেছে।