Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রশাসনকে আরও শক্ত অবস্থানের যাওয়ার আহবান জানিয়েছেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক দল ক্যাম্পাসের আশপাশে প্রস্তুতি নিয়ে থাকবে বলেও অভিযোগ করেন তিনি।

মুসাদ্দিক আলী বলেন, ‘আগামীকাল ডাকসু নির্বাচন। গতকাল থেকে‌ই নিরাপত্তা বেষ্টনী করার কথা ছিল, কিন্তু আমরা তেমনভাবে দেখছি না। নিরাপত্তা বেষ্টনী যতটুকু থাকার কথা, ততটুকু নেই।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের পোস্ট দেখছি পাচ্ছি, যেখানে তারা বলছে আমাদের দলীয় নির্দেশনা পেয়েছি, আমরা ক্যাম্পাসের চারপাশে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান করব। তার মানে কী এটা নয় যে, তারা ডাকসু বানচালের চেষ্টা করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কোন কনসার্ন দেখছি না।’

প্রার্থীরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যতটুকু শক্ত অবস্থান করার কথা ছিল, ততটা নয়। বড় কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। নামে মাত্র শোকজ করছে। অনেক ক্ষেত্রে তাও করেনি।’ তাই আগামী একটা দিন নির্বাচন কমিশনকে আরও শক্ত অবস্থান নিতে আহবান জানান তিনি।