Image description

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলের এক প্রার্থীর ফেসবুক আইডি ‘সাসপেন্ড’ করার অভিযোগ উঠেছে। শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এস এম ফরহাদ পোস্টে লিখেছেন, ‘আমাদের প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসাইন খান এর আইডি সাসপেন্ডেড। আরো কিছু আইডিতে রিপোর্ট করে রিচ ডাউন করে ফেলা হয়েছে। আল্লাহ সহায়।’

এর আগে কিছু সময় ফেসবুক একাউন্ট ডিজেবল থাকার অভিযোগ করেন ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। পরে আইডি পুনরুদ্ধারের কথা জানিয়েছেন তিনি।