Image description

ডাকসু নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদারের বিরুদ্ধে হলে হলে ক্যান্টিন কর্মচারী দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ‘স্যার এ এফ রহমান হল পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপে তুহিন আহমেদ সাব্বির নামের এক শিক্ষার্থী পোস্ট দিয়ে এ অভিযোগ তোলেন।

সাব্বির লেখেন, আবু বাকের মজুমদাররা বিপ্লবীদের ঘাড়ে পা দিয়ে এখন ওপরে উঠছেন, তাই তাদের কাছে আমরা তুচ্ছ। ক্যান্টিন বয় দিয়ে প্রচারণা চালান। ওরে ভোট, লজ্জার।

তিনি আরও মন্তব্য করেন, প্রত্যেক ভোটারই প্রার্থীর তরফ থেকে রুমে এসে কুশল বিনিময়ের অধিকার রাখে। যেখানে আবিদুল ইসলাম খান, সাদিক কায়েম নিজেরা রুমে এসে প্রচারণা চালান, সেখানে আপনি কে—তা আমাদের জানা নাই।

এ বিষয়ে আবু বাকের মজুমদারের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।