Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে ঢাবি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে এবং নম্বরে কল দিয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের ভোট চাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এজিএস প্রার্থী মহিউদ্দিন রনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ভিডিওটির ক্যাপশনে মহিউদ্দিন রনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের ডাকসুতে ছাত্রদলকে ভোট দিতে বিএনপি নেতার প্রেশারাইজ ও ছাত্রদলের অপপ্রচারের এগেইন্সটে তীব্র নিন্দা জানাই।

ভিডিওতে রনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের আমাদের এক বোনকে (নিয়ন মনি) ছাত্রদলের প্যানেলকে ভোট দেওয়ার জন্য বিএনপির লোকেরা নাকি প্রেশারাইজ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মোবাইল নম্বর বাইরে কীভাবে যায়? দ্বিতীয় প্রশ্ন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব নির্বাচনে কাকে ভোট দেবে বা না দেবে, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে বিএনপি পেশারাইজ করার কে? আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান এখানে কী, সেটা আমাদের জানা দরকার।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে প্রচারণা চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এসে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা সৃষ্টি করছিল। সেই বহিরাগত আমি ধরিয়ে দিয়েছিলাম। সেটার জন্য ঢাবি ছাত্রদল দুঃখ প্রকাশ করেনি এবং দায়ও স্বীকার করেনি। কিন্তু ঢাকা কলেজ ছাত্রদলের লোকেরা মব করল এবং পরে গিয়ে মামলাও করল অযৌক্তিকভাবে। এত কিছুর পরেও না পেরে তারা (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে করা এক প্রচারণামূলক পোস্টে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।

মহিউদ্দিন রনি আরও বলেন, নিয়ন মনি আপুর সাথে ঘটানো ঘটনা ও বহিরাগত এনে নিজেদের প্রচারণার মাধ্যমে ছাত্রদল স্বতন্ত্র প্রার্থীদের সাথে বৈষম্য করছে এবং টাকার খেলা খেলছে ছাত্রদলের ভাইয়েরা। এসব ব্যাপারে ছাত্রদলের কোনো ভাইকে প্রতিবাদও জানাতে দেখিনি। আমাদের বোনদের কেন উপজেলা বিএনপি থেকে প্রেশারাইজ করা হচ্ছে? কেন অপপ্রচার চালানো হচ্ছে? আপনাদের বিপক্ষে গেলে কেন বট এটাক করছেন? এসব ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।