মো. ইসমাইল আলী (Md. Ismail Ali)
রাজনীতির ইভেন্টগুলো নিয়মিতই ফলো করি। বর্তমান সময়ে তা আরও বেশি করা খোঁজ রাখার চেষ্টা করছি। পর্দার আড়ালে কি ঘটছে সেগুলো বোঝার চেষ্টাও করি। বড় ভাইদের সঙ্গে আলাপ করি কি হচ্ছে বা হতে যাচ্ছে দেশের রাজনীতির ময়দানে।
গত কয়েকদিনে উল্লেখযোগ্য কিছু ঘটনাকে এক সুতোয় গাঁথলে একটা বিষয়ে পরিষ্কার হওয়া যায়। এক্ষেত্রে তিনটা বিষয় তুলে ধরছি।
১. প্রথম আলোর সম্পাদকীয় নীতির পরিবর্তন, ২. খালেদা জিয়ার বিদেশ গমন ও ৩. সেনাপ্রধানের খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ।
প্রথম বিষয়টি আমার নজরে বড় করে ধরা পড়েছে গতকাল। প্রথম আলোর সম্পাদকীয় পাতায় কলাম ছিল সাংবাদিক সোহরাব হোসেনের। তার লেখার শিরোনামটি এ রকম- খালেদা এখনো যেভাবে বিএনপির ঐক্য ও সংহতির প্রতীক।
এ লেখা দেখে যারপরনাই বিস্মিত হয়ে আরেক সাংবাদিককে বললাম ভাই দেখেছেন সোহরাব হোসেনের কলাম। তখন তিনি মনে করিয়ে দিলেন ২০১৮ সালে প্রথম আলো বিএনপিকে নিয়ে কি ধরনের লেখা লিখেছিল। গুগল করতেই বেশকিছু শিরোনাম বেরিয়ে এলো।
২০১৮ সালের ৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নের সমালোচনা করে সোহরাব হোসেন প্রথম আলোতে লিখেছিলেন, বিএনপি দেশ বদলাতে চায়, প্রার্থী নয়! ২০১৫ সালের ২১ নভেম্বর লিখেছিলেন, বিএনপি বদলাবে কি? কেন বদলাবে?
যদিও বিএনপিকে নিয়ে প্রথম আলোর এই পরিবর্তনটা মূলত শুরু আরও কয়েকদিন আগে থেকেই। সেই আলোচনায় দ্বিতীয় ও তৃতীয় পয়েন্ট এক সাথে দেখতে হবে। গত ৪ জানুয়ারি প্রথম আলো নিউজ করেছিল, খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে কৌতূহল।
খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার পরের দিন তারা মা-ছেলের মিলনের নিউজ ও ছবির যে ট্রিটমেন্ট দিয়েছিল সেটি ছিল আমার জন্য দ্বিতীয় ধাক্কা। এবার আসি প্রথম আলোর আরও একটা গুরুত্বপূর্ণ আচরণ পরিবর্তন প্রসঙ্গে।
৫ আগস্টের পর প্রথম আলো বেশকিছু দিন লিখেছে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেছেন। তবে ইদানীং তারা লিখছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এটা সিগনিফিকেন্ট পরিবর্তন। এছাড়া তারা এক দফার ক্রেডিটটা এখন আর ছাত্রদের দিতে চাচ্ছে না।
রাজনীতির হাওয়া বদলে অনেক কিছুই বদলাচ্ছে দেশে। যখন থেকে নিয়মিত পত্রিকা পড়ি (২০০৪ সালের পর থেকে) মোটামুটি প্রথম আলো নিয়মিতই দেখা হত। তাদের বিএনপিকে খুঁচিয়ে করা নিউজগুলো পুরো না পড়লেও হেড লাইনগুলোয় চোখ বুলাতাম।
২০০৭ ও ২০০৮ সালে প্রথম আলোর বিতর্কিত ভুমিকা এখনো স্পষ্ট মনে আছে। ৫ আগস্টের পরও তাদের একই ধরনের প্রচেষ্টার খবর শুনেছি। তাহলে কি এমন হলো যে তারা ১৮০ ডিগ্রি ঘুরে গেল! এটাই রাজনীতির হাওয়া বদল, যা তারা বুঝে গেছে। তাই তো তারা তাদের পুরনো স্লোগান অনুসরণ করছে- বদলে যাও, বদলে দাও।
রাজনীতির হাওয়া বদলে যে খবরটা এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে তা অনেকেই হয়তো জানেন না। সেটি হলো- কে হতে যাচ্ছেন পরবর্তী জাতীয় সংসদের প্রধানমন্ত্রী? অনেক যদি-কিন্তু মিলিয়ে এক ভাই গতকাল হিসাব করে বলে দিলেন, খালেদা জিয়া যদি পরবর্তী প্রধানমন্ত্রী হন তাহলে তিনি আশ্চর্য হবেন না। এবার রইলাম সে হিসাব মিলানোর অপেক্ষায়!