Image description

সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা, বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র আর সামাজিক ন্যায়বিচারকে ভিত্তি করে ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

৪৭ বছরে পা দেওয়া দলটি গত দেড় যুগেরও বেশি সময় পার করেছে রাজনৈতিকভাবে কোনঠাসা অবস্থায়। ফ্যাসিবাদের পতনের পর যেন আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, পতিত সরকার যে ধ্বংসস্তূপ রেখে গেছে, তার থেকে বের হয়ে গণতন্ত্রের চর্চার পাশাপাশি সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই বিএনপির মূল চ্যালেঞ্জ।

যে উদার ও গণতান্ত্রিক দল হিসেবে অতীতে জনগণের কাছে বিএনপি সমাদৃত হয়েছিল, তা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি তাগিদ দেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার।

বিএনপি মহাসচিব বলছেন, বিভেদের রাজনীতি ভুলে গণমানুষের দল হিসেবে অতীতের মতো সরব অবস্থান নেবে দলটি।

দেশের ক্রান্তিলগ্নে প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কখনও ক্ষমতাসীন দল, আবার কখনও দীর্ঘ লড়াই-সংগ্রাম আর নির্যাতন ও নিপীড়নের মুখোমুখি হয়েছে। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও নানা চ্যালেঞ্জের মুখে বিএনপি। দলটির মহাসচিব বলছেন, শুধু ক্ষমতায় যাওয়া নয়, দেশের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠাই দলটির অন্যতম লক্ষ্য।