Image description

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবে। এছাড়া বিকেল ৩টায় ঢাকায় দলের কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।

গতকাল রাত ৯টায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়েছেন পুলিশ ও সেনাসদস্যরা। এতে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে নুরুল হক নুরের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল নেওয়া হয়, পরে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে।