
৩ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসবভন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এর আগে ৩ দফা দাবিতে শাহবাগ অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা।
এ ঘটনায় পুলিশের কড়া সমালোচনা করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘হাসিনা গেল, কিন্তু হাসিনার পুলিশ আর গেল না।’
আবরার ফাইয়াজ তার পোস্টে বলেন, ‘মিন্টো রোডের সামনে আসার পরে কোনো ব্যারিকেড নেই, পুলিশ নেইই। রাস্তা দিয়ে গাড়ি চলছে।
তিনি বলেন, “আমি নিজে তারপরে সামনে গিয়ে থামালাম কয়েকজন ভাইকে নিয়ে। এর মিনিটখানেক পর দেখি হঠাৎ পায়ের নিচে সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জ শুরু। আমি পেছনে ঘুরে সবাইকে আটকে রেখেছি। আর হঠাৎ পুলিশ এসে লাঠিচার্জ।
আবরার ফাইয়াজ আরো বলেন, ‘ছাত্রদের ওপর হামলার পর যদি ম্যাও ম্যাও করে সবাই পালাইতো তাহলে আজ হাসিনার সরকারই থাকত। দুঃখের সঙ্গে বলতে হয়, ছাত্ররা আগে হামলা করেছে এর সত্যতা জুলাইয়ে ২০০০ পুলিশ নিহত হওয়া থেকে বিন্দুমাত্র বেশি নয়। হাসিনা গেল, কিন্তু হাসিনার পুলিশ আর গেল না।’