Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যু্গ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের দুটি মোবাইল চুরি হয়েছে। এরপর তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে নানা অপ্রীতিকর পোস্ট করার ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগযোগমাধ্যমে মেহেদী হাসানের ফোন চুরির বিষয়টি জানান। একইসাথে কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়ার অনুরোধও জানান তারা। তবে মেহেদীর মোবাইল ছিনতাই হয়েছে বলেও কেউ কেউ জানান।

 

মঙ্গলবার রাতে মেহেদী হাসানের ফেসবুকে পরপর কয়েকটি স্ট্যাটাস দেওয়া হয়। একটিতে লেখা হয়, ‘১, ২, ৩, ৪ ডাকসুর…’। আরেকটি স্ট্যাটাসে লেখা হয়, ‘…ইলেকশন। করতাম না। প্রেম করাম আমি’।

 

এ বিষয়ে সতর্ক করে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুকে লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্নেহের মেহেদী হাসানের ফোন চুরি হয়েছে। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট /মেসেজ থেকে সচেতন থাকুন।

 

ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম লেখেন, ছাত্রদল মনোনীত ডাকসু আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান ভাইয়ের আইডি হ‍্যাক হয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না।

 

ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম ফেসবুকে লেখেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসানের দুইটি ফোন ছিনতাই হয়েছে। বর্তমানে তার আইডিটি হ্যাক করা হয়েছে। একই সাথে তার গুরুত্বপূর্ণ তথ্যও হ্যাকড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

তিনি আরও লেখেন, মনে হচ্ছে, এই ছিনতাই পরিকল্পিত। র‍্যান্ডম ছিনতাইকারী হ্যাক করে ব্যক্তিগত তথ্যে প্রবেশ করেনা। চেষ্টাও করেনা। ওদের ডাকসুও বুঝার কথা না। এই ধরনের শ্লোগান কারা দেয় আমরা জানি। মেহেদীর তথ্য সেই ধরনের কোন গোষ্ঠীর হাতেই আছে।

ঘটনার বিষয়ে জানতে ছাত্রদল নেতা মেহেদী হাসানের হোয়াটসঅ্যাপে ও মুঠোফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।