Image description

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। 

সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল করীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এ ব্যাপারে কি করনীয় তা নির্ধারণ হবে। তাছাড়া বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

সূত্রে আরো জানা গেছে, আজকের স্থায়ী কমিটির বৈঠকে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং ফ্যাসিস্ট সরকারের দোসর বিতর্কিত কর্মকর্তাদের নিয়োগ বাতিলের জন্য সরকারকে অবহিত করা হবে।
শীর্ষনিউজ